শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রর রাষ্ট্রদূত পিটার ডি হাস।
সোমবার বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠক শেষে জিএম কাদের বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ল্যুর একটি চিঠি নিয়ে এসেছিলেন পিটার হাস। ওই চিঠিতে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে তৃণমূলের মতামত ও দলীয় ফোরামের আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।
আসন্ন নির্বাচনে নিয়ে জাতীয় পার্টির অবস্থানের বিষয়ে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে।
পিটার হাসের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদসহ প্রমুখ।
ভয়েস/জেইউ।