শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
শেষ ষোলো নিশ্চিত করতে স্রেফ ড্র প্রয়োজন ছিল আর্সেনালের, আর গ্রুপ সেরা হতে জয়। এমন সমীকরণের ম্যাচে লঁসকে স্রেফ উড়িয়ে দিল ইংলিশ ক্লাবটি। তুলে নিল চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়া জয়।
এমিরেটস স্টেডিয়ামে গতরাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন তারা।
প্রথমার্ধে আর্সেনালের হয়ে জালে বল পাঠান কাই হাভার্টজ, গাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, গাব্রিয়েল মার্তিনেল্লি ও মার্টিন ওডেগোর। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের প্রথম দল হিসেবে ম্যাচের প্রথমার্ধেই গোল করেছেন আর্সেনালের পাঁচজন খেলোয়াড়। কোনো ইংলিশ ক্লাবের ম্যাচের প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে থাকার ঘটনাও এটিই প্রথম। আর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ম্যাচের ষষ্ঠ গোলটি করেন জর্জিনিয়ো।
আর্সেনালের গোল উৎসব শুরু ত্রয়োদশ মিনিটে। গোলমুখ থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন হাভার্টজ। ২১তম মিনিট ব্যবধান দ্বিগুণ হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসের গোলে। পরের ছয় মিনিটে সাকা ও মার্তিনেল্লি দুইবার লঁসের জালে বল জড়ালে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় আর্সেনাল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান ওডেগোর।
জয় অনেকটা নিশ্চিত হয়ে যাওয়া আর্সেনাল দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল না তেমন একটা। ৮৩তম মিনিটে বক্সে লঁসের আব্দুকোদির খুশানোভের হাতে বল লাগলে পেনাল্টি পায় আর্সেনাল। জর্জিনিয়োর সফল স্পট কিকে বড় জয় নিশ্চিত হয়ে যায় তাদের।
ভয়েস/আআ