বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চকরিয়ায় মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী-শিশুসহ নিহত-৫ ১০৭ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি গণভোট জাতীয় নির্বাচনের আগে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ও নভেম্বরে গণভোট দাবিতে ইসির সামনে জামায়াতসহ ৮ দল সাগর পথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার সোনাদিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের কোনো কারণে জাতীয় নির্বাচন ‘সঠিক সময়ে না হলেও’ আগে গণভোট চায় জামায়াত

কক্সবাজার প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার প্রেসক্লাবের ৪৯ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে ৫০ বছরে পদার্পণ করতে চলেছে কক্সবাজার প্রেসক্লাব। সাফল্যের সব গল্প নিয়ে ২০২৪ সালের স্বনামধন্য এই প্রতিষ্ঠান উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে। যেখানে থাকবে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে বর্ণাঢ্য সব আয়োজন।
একইভাবে শীগ্রই কক্সবাজার প্রেসক্লাবের আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজও শুরু হবে বলে আশা প্রকাশ করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরী।

কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাবেক সভাপতি বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য এস.এম আমিনুল হক চৌধুরী, মুজিবুর রহমান (সাবেক মেয়র), সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, মুহম্মদ নুরুল ইসলাম, এডভোকেট আয়াছুর রহমান, মুহাম্মদ আলী জিন্নাত, মমতাজ উদ্দিন বাহারী, আবদুল কুদ্দুস রানা, হাসানুর রশীদ, ইকরাম চৌধুরী টিপু, জাহেদ সরওয়ার সোহেল, মোহাম্মদ হাসিম, শামসুল হক শারেক, কামাল হোসেন আজাদ, খোরশেদ আলম, দীপক শর্মা দীপু, মোহাম্মদ জুনাইদ, মুহাম্মদ মাহবুবুর রহমান, মোরশেদূর রহমান খোকন, সায়েদ জালাল উদ্দিন, আনচার হোসেন, বিপ্লব কান্তি দে, আবু হায়দার ওসমানীসহ প্রেসক্লাবের ৪১ জন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে অডিট রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক ফরহাদ ইকবাল।

সভায় প্রেসক্লাব সদস্যদের আবাসন ব্যবস্থাসহ সংগঠনের অগ্রগতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে সদস্যগণের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত: ১৯৭৫ সালে মাত্র ১২জন সদস্য মিলে প্রতিষ্ঠা করেন কক্সবাজার প্রেসক্লাব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION