শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে গণতন্ত্রকামী বিদ্রোহীদের হামলা ও ক্যাম্প দখল করার পর জান্তার ১৫১ সেনা সদস্য পালিয়ে ভারতে আশ্রয় নেয়। ভারতের মিজোরামে পালিয়ে যাওয়া ওই সৈন্যদের একটি সামরিক উড়োজাহাজে করে দেশে ফিরিয়ে নিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।
সরকারী সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (০২ জানুয়ারি) রাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সৈন্যদের ফিরিয়ে নিতে মিয়ানমারের বিমান বাহিনীর একটি উড়োজাহাজ মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণ করে। ওই প্রক্রিয়ার তত্ত্বাবধানে ছিল দিল্লি। সামরিক উড়োজাহাজটি মিয়ানমারের মান্দাল থেকে উড্ডয়ন করে এবং মিজোরামে অবতরণ করে। তারা ১৫১ জন সৈন্যকে দুটি উড়োজাহাজে করে দেশে নিয়ে যায়।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর ভারত-মিয়ানমার সীমান্তের কাছে আরাকান আর্মি যোদ্ধারা জান্তা সেনাদের ক্যাম্প দখল করে হামলা করে। পরে ১৫১ জন সৈন্য তাদের ক্যাম্প থেকে পালিয়ে অস্ত্র নিয়ে মিজোরামের লংটলাই জেলায় প্রবেশ করে আসাম রাইফেলসের কাছে আশ্রয় চায়। আসাম রাইফেলস মিয়ানমারের সৈন্যদের মধ্য যারা আহত অবস্থায় ছিল, তাদের চিকিৎসা প্রদান করে। পরে সৈন্যরা লংটলাইয়ের পারভাতে আসাম রাইফেলসের হেফাজতে ছিল।
আসাম রাইফেলসের একজন কর্মকর্তা এর আগে বলেছিলেন, মিয়ানমারের সৈন্যদের কিছু দিনের মধ্যে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এবং মিয়ানমারের সামরিক সরকারের মধ্যে আলোচনা চলছে।
অন্যদিকে নভেম্বরের শুরুতেও সীমান্তের কাছে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো কর্তৃক সেনাদের ক্যাম্প দখল করার পরে অফিসারসহ মিয়ানমারের ১০৪ জন সৈন্য বিভিন্ন পর্যায়ে মিজোরামে পালিয়ে যায়। পরে ভারতীয় বিমান বাহিনী তাদের বিমানে করে মনিপুরের মোরেতে নিয়ে যায়, যেখান থেকে তারা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মিয়ানমারের নিকটতম সীমান্ত শহর তামুতে প্রবেশ করে।
ভয়েস/আআ