শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এ সময়টার জন্যই অপেক্ষা করছিলাম

বিনোদন ডেস্ক:
গতকাল বিকেল শেষের মুহূর্তে বুবলীকে যখন ফোন করেছি, তখন তিনি কলকাতার সাউথ সিটি মলে প্রবেশ করছিলেন। কেননা সেখানের বারিশ রেস্তোরাঁয় ‘ফ্ল্যাশব্যাক’ চলচ্চিত্রের সংবাদ সম্মেলন। সেই ব্যস্ত সময়ের ফাঁকেই জানালেন সীমানার ওপারের প্রথম চলচ্চিত্রে যুক্ত হওয়ার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হলো কৌশিক গাঙ্গুলি ও সৌরভের সঙ্গে কাজ করতে যাওয়ার অনুভূতিও।

বুবলী বলছিলেন, ‘আমি আসলে এমন একটা কাজের জন্যই অপেক্ষা করছিলাম। এখন তো ওয়েব প্ল্যাটফর্মের যুগ। নাটক, চলচ্চিত্র সীমানা পেরিয়ে এখন সবাই দেখতে পারে। এই জায়গা থেকে অনেক দিন ধরেই আমার কাছে প্রশ্ন আসছিল আমি কবে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিনয় করব। সেই অপেক্ষাটা শেষ হয়েছে। আমি ফ্ল্যাশব্যাকের গল্প পড়ে অভিভূত হয়েছি। মনে হচ্ছিল এমন একটি গল্পের জন্যই আমার অপেক্ষা ছিল।’

এরপরেই বুবলী বললেন, ‘যখন শুনলাম কৌশিক গাঙ্গুলি স্যার এতে অভিনয় করবেন, তখন মনে হলো এমন একজন অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার জন্য অনেকেই মুখিয়ে থাকেন। আর আমি সেই সুযোগটি পাচ্ছি। তাই দ্বিতীয়বার আমি ভাবিনি, আমার কাছে মনে হলো এ দুটি কারণই যথেষ্ট। এরপরেও আমি জানি সৌরভ দা রয়েছেন, তিনি একজন প্রমাণিত অভিনেতা। তার সঙ্গে কাজ করতে যাচ্ছি এটাও একটা সুন্দর অনুভূতির বিষয়।’

বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহার প্রসঙ্গও তুললেন শবনম ইয়াসমিন বুবলী। বললেন, ‘আমি আগে থেকেই জানি রাশেদ রাহা একজন “গুড ডিরেক্টর”। তো সব মিলিয়ে একটা কাজ হতে যাচ্ছে এটা।’

বছরের শুরুতেই বুবলীর এই ঘোষণা দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেককেই চমকে দিয়েছে। তবে অনুমান করা যায় পুরো বছরটাই বুবলী দর্শক ও ভক্তদের চমক দিয়ে যাবেন। কেননা বুবলী চান ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যেতে। ২০২৩ সালটা অভিনেত্রীদের মধ্যে বুবলী একচেটিয়া নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছিলেন। ফলে দেশীয় গণমাধ্যমগুলোও বুবলীকে অভিনয় ও কর্মদক্ষতার বিবেচনায় শীর্ষে রাখতে বাধ্য হয়। বিষয়টি নিয়ে বুবলী

কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি বাংলাদেশের সব সাংবাদিক বন্ধুদের কাছে কৃতজ্ঞ যে, তারা আমার কাজের খবর প্রচার করেছে, তারা দিনশেষে আমাকে মূল্যায়ণ করেছে আমি সত্যিই গ্রেটফুল।’

একটু থেমেই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী বললেন, ‘যেহেতু গত বছরটা আমার ক্যারিয়ারের অন্যতম বছর ছিল। ভালো একটা বছর ছিল, সেই তাগিদ আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। যেটা আমার এ বছরে কাজের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। আমি এ বছর আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই মানুষ নিজেকে স্থির অবস্থান থেকে ছাড়িয়ে যেতে চেষ্টা করে। সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে। বুবলীকে দর্শকরা ভালো ভালো কাজের জন্য মনে রাখবে এটা সবসময় আমি বিশ্বাস করি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION