শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইরান। উত্তর ইরাকের ইরবিলে সোমবার রাতে মার্কিন দূতাবাসের কাছে একটি সন্দেহজনক স্থাপনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ব্যালিস্টিক মিসাইল ছুড়ে এ হামলা চালায়।
এই এলিট ফোর্সটি আরও জানায়, তারা সিরিয়াতে আইএস’র বিরুদ্ধেও হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছে।
ইরানের রেভুলেশনারি গার্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, জায়োনিস্টদের সাম্প্রতিক সময়ের হামলা এবং আমাদের গার্ডের কমান্ডারকে (ব্রিগেডিয়ার জেনারেল রাজি মোসাভি) হত্যার প্রতিবাদে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে তাদের কার্যালয় ধ্বংস হয়ে গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা শপথ নিয়েছে আমাদের শহীদদের শেষ রক্তবিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।
এদিকে সিরিয়ায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মূলত আইএসকে ধ্বংস করতেই সিরিয়াতে এ হামলা চালানো হয়। সম্প্রতি ইরানে কাসেম সোলাইমানির সমাধির কাছে বোমা হামলার দায় স্বীকার করেছিল আইএস।
ভয়েস/আআ