শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

৫ মিনিটে পেনাল্টি মিস, ৩১ মিনিটে গোল

খেলাধুলা ডেস্ক:
স্ট্রাসবার্গের গোলকিপার আলা বেলারুশের লিগ ওয়ান অভিষেক মাত্র ২২ বছর বয়সে। ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই তিনি চমকে দেন সবাইকে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে দেন বেলারুশ। কিন্তু ৩১ মিনিটেই তার স্বপ্নভঙ্গ। বেলারুশের ভুলে ফাঁকা নেটে পেয়ে গোল করেন সেই এমবাপ্পেই।

পিএসজি এরপর ৪৯ মিনিটে আরও একটি গোল করেছে। ৬৮ মিনিটে স্ট্রাসবার্গ একটি গোল ফিরিয়ে দিলে অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। এমন জয়ে পিএসজি কোচ লুইস এনরিকে খুশি হলেও প্রশংসা করেছেন স্ট্রাসবার্গের।

ম্যাচ শেষে এনরিকে বলেছেন, ‘তারা আমাদের বেশ চাপে রেখেছিল। আমরা সব সময় সঠিকভাবে খেলতে পারিনি। তবে ভালো একটা ম্যাচ হয়েছে এমন একটা দলের বিপক্ষে, যাদের হারানোর কিছু ছিল না।’

৫ মিনিটে পেনাল্টি ঠেকানোর পর পিএসজির আরও কয়েকটি আক্রমণ ঠেকান বেলারুশ। কিন্তু ৩১ মিনিটে ‘প্যানিকড’ হয়ে দ্রুত বল ‘ক্লিয়ার’ করতে গেলে বল চলে যায় এমবাপ্পের কাছে। ফাঁকা পোস্ট পেয়ে যা করার সেটাই করেছেন ফরাসি তারকা। চলতি মৌসুমে লিগে এটি এমবাপ্পের ২০তম গোল।

৪৯ মিনিটে পিএসজির দ্বিতীয় গোলটি মার্কো আসেনসিওর। এই গোলের উৎসও ছিলেন এমবাপ্পে। স্ট্রাসবার্গের হয়ে ৬৮ মিনিটে গোলটি করেন দিলানে বাকওয়া। ম্যাচে সমতায় ফেরারও কয়েকটি সুযোগ পেয়েছিল তারা। দবে পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার দক্ষতায় এযাত্রায় বেঁচে গেছে পিএসজি।

স্ট্রাসবার্গের কোচ ফ্রান্সের সাবেক মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা বলেছেন, ‘দলের পারফরম্যান্সে আমি খুশি। আমরা তাদের সমস্যায় ফেলেছি, নিজেদের

খেলাটাই খেলেছি। কয়েকটি দারুণ মুহূর্ত তৈরি করলেও কিছু সুযোগ অল্পের জন্য মিস করেছি।’২০ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে পিএসজি এখন পয়েন্ট তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা নিসের পয়েন্ট ৩৮। ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রেস্ট। আগামীকাল লিগে এই দুই দল মুখোমুখি হবে। ২০ ম্যাচে ২৫ পয়েন্ট স্ট্রাসবার্গের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION