শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পাকিস্তানে জাতীয় নির্বাচন:৬০ আসন নিয়ে এগিয়ে ইমরানসমর্থিত স্বতন্ত্ররা

আন্তর্জাতিক ডেস্ক:

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ফল ঘোষণা। ২৬৫ আসনের মধ্যে এ পর্যন্ত ১৪৬টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। সর্বাধিক ৬০টি আসনে জয়লাভ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) জয়লাভ করেছে ৪৩ আসনে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশনের বরাতে সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৩৭ আসনে জয়লাভ করে তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া অন্যান্য প্রার্থীরা জিতেছে ছয়টি আসনে।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ শুক্রবার প্রায় দুপুর গড়িয়ে গেলেও নির্বাচনের পূর্ণ ফলাফল প্রকাশ করা হয়নি। ফলাফল প্রকাশের ক্ষেত্রে অস্বাভাবিক ধীর গতি দেখা যাচ্ছে।

এর মধ্যে নির্বাচনে এগিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, নির্বাচন কর্মকর্তারা ফলাফল পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন। এ জন্য সমর্থকদের পূর্ণ ফলাফল না পাওয়া পর্যন্ত আঞ্চলিক অফিসে (আরও) অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছে দলটি।

তেহরিক-ই-ইনসাফের ফেসবুকে পেজে গতকাল রাত থেকেই নির্বাচন-সংক্রান্ত আপডেট দেওয়া হচ্ছে। ফেসবুকে দেওয়া কয়েকটি পোস্টে তারা এমন গুরুতর অভিযোগ করেছে। এ ছাড়া তাদের প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, সমর্থকেরা পতাকা হাতে আঞ্চলিক অফিসে অবস্থান করছেন।

সাধারণত এই সময়ের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যায়। তবে এবার সেটি অনেক বেশি বিলম্ব হচ্ছে।

পাকিস্তানের সামরিক বাহিনী বলছে, ভোট বানচালে দেশব্যাপী হামলায় ১২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION