মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নতুন নেতৃত্ব পেল কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা

ভয়েস প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। চার বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল জেলার ক্রীড়া উন্নয়নের মূল রূপকার এই সংগঠন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। যা চলে দুপুর ২ টা পর্যন্ত। নির্বাচনে ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষা করেন নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।

রিটার্নিং অফিসার মাঈন উদ্দিন মিলকি বলেন, নির্বাচনে ৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ রাশেদ হোসাইন নান্নু, সংরক্ষিত মহিলা সদস্য খালেদা জেসমিন ও সামিনা কাশেম পান্না।

বাকি ২৩ টি পদে প্রতদ্বন্দ্বিতা করেছেন ৩৫ জন প্রার্থী। ঘোষিত ফলাফলে ১১৩ ভোট পেয়ে বেসরকারীভাবে সহ—সভাপতি নির্বাচিত হয়েছেন আবছার উদ্দিন। এছাড়া অধ্যাপক জসিম উদ্দিন ১০৬ ভোট, অধ্যক্ষ জসিম উদ্দিন ৯৪ ভোট ও অনুপ বড়ুয়া অপু ৯০ ভোট পেয়ে সহ—সভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি খোরশেদ আলম রাজা পেয়েছেন ৫৭ ভোট।

অতিরিক্ত সাধারণ সম্পাদকের ১টি পদে জিএম জাহিদ ইফতেখার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মাহমুদুল করিম মাদু পেয়েছেন ৫৪ ভোট। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকের ২ টি পদে হারুন অর রশিদ ৮৩ ও পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৬৫ ভোট পেয়ে এই পদ থেকে ছিটকে পড়েছেন শোয়েব ইফতেকার চৌধুরী।
উপজেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত ২ টি পদে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ১০৬ ভোট ও মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ সুজন ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি আবু হেনা মোস্তফা কামাল পান ৩৫ ভোট।

এছাড়া ১৪ টি নির্বাহী সদস্য পদে কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল ৯৯ ভোট, ইশতিয়াক আহমদ জয় ৯২ ভোট, পরেশ কান্তি দে ৯০ ভোট, রতন দাশ ৮৬ ভোট, মো. আলী রেজা তসলিম ৮৪ ভোট, আজমল হুদা ৮০ ভোট, কাজী আবুল মাসুদ ৭৮ ভোট, সাখাওয়াত হোসাইন ৭৬ ভোট, প্রকৌশলী উসমান সরওয়ার আলম ৭৪ ভোট, আবছার কামাল ৭৩ ভোট, ওয়াহিদ মুরাদ সুমন ও এস.এম এনামুল হক ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও সিনিয়র সহ—সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION