বুধবার, ০২ Jul ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অভ্যস্ত হতেই এমবাপ্পেকে বদলী খেলানো

খেলাধুলা ডেস্ক:
কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া দলকে অভ্যস্ত হওয়ার বার্তা দিয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। দলের সর্বশেষ তিন ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পাননি ফরাসি তারকা। বোঝাই যাচ্ছে, এমবাপ্পেকে ছাড়া দলকে অভ্যস্ত করে তোলার প্রক্রিয়াটা এখনই শুরু করে দিয়েছে পিএসজি কোচ। কিন্তু কাজটা যে খুব কঠিন, তা এই তিন ম্যাচের ফল দেখলেই বোঝা যায়।

তিন ম্যাচের দুটিতে ড্র করেছে পিএসজি। আর নঁতের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে বদলি নেমে গোল করে দলকে নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়েছিলেন এই এমবাপ্পেই। আর সর্বশেষ কাল রাতে মোনাকোর বিপক্ষেও প্রথমার্ধ শেষে তুলে নেওয়া হয় এই ফরোয়ার্ডকে। আর শেষ পর্যন্ত এই ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ করেছে পিএসজি।

শুধু পিএসজিই নয়, এমবাপ্পে নিজেও হয়তো ধীরে ধীরে দলের সঙ্গে সম্পর্কের সুতোটা আলগা করে নিচ্ছেন।

গতকাল যেমন বিরতির পর বদলি হয়ে দলের সঙ্গে বেঞ্চে বসেননি বিশ্বকাপজয়ী এই তারকা। একটি ভিডিওতে তাঁকে দেখা যায় ফোনে কথা বলতে বলতে টানেল দিয়ে বেরিয়ে আসছেন। এরপর ভক্তদের সঙ্গে সেলফি তুলতে এবং অটোগ্রাফ দিতেও দেখা গেল তাঁকে। এ সময় দলের সঙ্গে বেঞ্চে না বসে স্ট্যান্ডে গিয়ে মায়ের পাশে বসেন এমবাপ্পে।

ম্যাচ শেষে এমবাপ্পেকে তুলে নেওয়া প্রসঙ্গে পুরোনো কথাই নতুন করে আবার বলেছেন পিএসজি কোচ এনরিকে, ‘এটা শতভাগ কোচের সিদ্ধান্ত। কারণ, আগে পরে আমাদেরকে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলার ব্যাপারে অভ্যস্ত হতে হবে। আমি দলের ভালোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে স্প্যানিশ সংবাদ মার্কা জানায়, আরও দুই সপ্তাহ আগে রিয়ালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন এমবাপ্পে। এমনকি পিএসজি কর্তৃপক্ষকেও নিজের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিয়েছেন তিনি। এই খবর সামনে আসার পর থেকেই মূলত পিএসজিতে গুরুত্ব হারিয়েছেন এই তারকা খেলোয়াড়। যদিও এমবাপ্পেকে ছাড়া মানিয়ে নিতে পিএসজির বেগ পেতে হবে সেটি ম্যাচের ফলেই স্পষ্ট।

গতকাল মোনাকোর সঙ্গে ড্রয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষস্থান সুরক্ষিত রেখেছে পিএসজি। ২৪ ম্যাচে পিএসজির পয়েন্ট ৫৫। আর এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা ব্রেস্তের পয়েন্ট ৪৩। তিনে থাকা মোনাকোর পয়েন্ট ২৪ ম্যাচে ৪২।

পিএসজি পরের ম্যাচ খেলবে চ্যাম্পিয়নস লিগে। মঙ্গলবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের মাঠে আতিথ্য নেবে তারা। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল পিএসজি। সেদিন গোল করেছিলেন এমবাপ্পেও। এখন ফিরতি লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পেকে এনরিকে কীভাবে ব্যবহার করেন সেটাই দেখার অপেক্ষা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION