শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের উখিয়া ঐতিহ্যবাহী কুতুপালং গ্রামের ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কর্মযোগী,ত্যাগোদীপ্ত আবাল্য ব্রাহ্মচারী ভদন্ত উঃ ঞানাবাচা মহাথের মহোদয়ের ৬৫ তম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ৩ মে ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহা বৌদ্ধ সম্মেলন ।
কুতুপালং পূর্বপাড়া বৌধিপাহাড় চত্বরের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই গুণী ভিক্ষুর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নেয়া হয়েছে নানা উদ্যোগ।বলা হচ্ছে জয়ন্তী দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষুদের সমাগম ঘটবে এই ধর্মীয় অনুষ্ঠানে।
এই অনুষ্ঠানে পট্ঠান পাঠ,ত্রিপিটক দান ও পরলোকগত জ্ঞাতীদের উদ্দেশ্যে পূণ্যদান,অষ্টপরিস্কারসহ মহাসংঘদান ও বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
আয়োজনে: কুতুপালং ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ
অনুষ্টানের স্থান:
কুতুপালং পূর্বপাড়া বৌধিপাহাড় চত্বর, উখিয়া, কক্সবাজার
ভয়েস/আআ