শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ জন। বুধবার (৬ মার্চ) নিহতের সংখ্যা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেন, উত্তর গাজায় দুর্ভিক্ষ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। শিশু ও নারীরা এর শিকার বেশি হচ্ছেন।
গাজায় মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, গাজায় হাজার হাজার মানুষ ক্ষুধার ঝুঁকিতে রয়েছে।
আশরাফ আল-কুদরা অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে উত্তর গাজার হাজার হাজার মানুষকে অনাহারে মারছে ইসরায়েলি বাহিনী।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৫২তম দিন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ১৫৬ জন ফিলিস্তিনি। অপরদিকে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
ভয়েস/জেইউ।