বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আনোয়ারায় বাস চাপায় মটরসাইকেল আরোহী দুই সহোদর হতাহত

বশির আল মামুন:
আপন দুই ভাই পারভেজ শাহ(২৫) এবং রায়হান শাহ(২০)। বাস চাপায় কেড়ে নিল বড় ভাই পারভেজ শাহ’র প্রাণ ছোট ভাই রায়হান শাহ ও গুরুত্বর আহত হয়ে হাসপাতালে। ২৭ জুলাই (সোমবার) সকালে ৯টার দিকে কর্ণফুলী রফতানি প্রক্রিয়াজতকরণ অঞ্চল (কেইপিজেড) সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বড় ভাই পারভেজ শাহ নিহত হন। নিহত পারভেজ শাহ এবং গুরুত্বর আহত রায়হান শাহ আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের শাহ বাড়ী গ্রামের আনোয়ারার সওদাগরের ছেলে। তারা দুইজন কোরিয়ান ইপিজেড সু-পেক্টরিতে চাকরি করে বলে জানাগেছে।
স্হানীয় বাসিন্দা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা দিদারুল আলম বলেন পরিবারের মধ্যে পারভেজ শাহ সবার বড় তারা তিন ভাই একবোন। সড়ক দুর্ঘটনায় বড় পারভেজ নিহত হয় এবং মেঝ ভাই রায়হান আশঙ্কাজনকভাবে মেডিকেলে ভর্তি আছে।

কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এর এজিএম মুশফিকুর রহমান বলেন, সকালে বাস ও মোটর সাইকেলের মুখোমূখী সংঘর্ষে দুই আরোহী খুব গুরুত্বর আহত হয়। পরক্ষণে আমরা এ্যাম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠালে ওখানে একজন মারা যায়। অপরজনের আন্ডার চিকিৎসায় রয়েছেন।

চমেক মেডিক্যাল ফাঁড়ির এএসআই আলা উদ্দিন মিয়া তালুকদার জানান, সকালে আনোয়ারা কেইপিজেড থেকে আহত দুজন লোককে মেডিক্যালে আনা হলে একজনের মৃত্যু হয়। অন্যজনের চিকিৎসা চলছে। তারা দুজন আপন সহোদর বলে জানা যায়।

ভয়েস/বিএম/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION