বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের সাগর পাড়ের বেড়িবাঁধ এলাকা থেকে এক তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ জুলাই (সোমবার) রাতে আকবরশাহ থানার লতিফপুরে টোল রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আনুমানিক ২০ বছর বয়সী এ তরুণীর হাত ওড়না দিয়ে বাঁধা ও গলায় নাইলনের রশি দিয়ে পেঁচানো ছিল।
“আমাদের ধারণা বাইরে কোথাও মেয়েটিকে হত্যা করে টোল রোড ও বেড়িবাঁধের মাঝামাঝি স্থানে জঙ্গলে লাশ ফেলে দেওয়া হয়েছে।” মেয়টির পরিচয় শনাক্ত করা যায়নি এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোস্তাফিজুর।
ভয়েস/আআ