শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের প্রকাশ্য হুমকির বিষয়ে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে প্রকাশ্য হুমকি দিয়েছে ইরান। সিরিয়ায় একটি ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়া হবে হুমকি দিয়েছে দেশটি। এ নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি সতর্কবার্তা পাঠিয়েছে ইরান। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিশ্বাস ইসরায়েলি এবং মার্কিন সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাবে ইরান। শুক্রবার (৫ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস এই খবর জানিয়েছে।

পেন্টাগন জানিয়েছে, সোমবার সিরিয়ার দামেস্কে একটি ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হন। মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, এই হামলার প্রতিক্রিয়ায় একটি প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছে ইরান।

কখন এবং কোথায় এই হামলা হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি গোয়েন্দা কর্মকর্তারা। তবে ইরানি কনস্যুলেটের মতো একটি ইসরায়েলি কূটনৈতিক স্থাপনায় হামলা হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, এই হামলাটি আগামী সপ্তাহের মধ্যে রমজানের শেষ দিকে হতে পারে।

সিবিএসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তেহরানে ইসরায়েলের সন্দেহভাজন হামলায় দুই জেনারেলসহ নিহত সাত আইআরজিসি সদস্যের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সংস্থাটির সামগ্রিক কমান্ডার জেনারেল হোসেইন সালামি সতর্ক করেছিলেন, ইরানের সামরিক অফিসারদের হত্যা করার যে পরিণাম হবে তা থেকে ইসরায়েল ‘রেহাই পাবে না’। তবে ইরান কীভাবে বা কখন প্রতিশোধ নেবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি বা কোনও ইঙ্গিতও দেননি তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন, ইরানি কনস্যুলেটে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগাম কোনও তথ্য ছিল না।

শুক্রবার কৌশলগত যোগাযোগের জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সমন্বয়কারী জন কিরবি বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের সময় ইসরায়েলকে দেওয়া ইরানের প্রকাশ্য হুমকি নিয়ে আলোচনা করেছেন বাইডেন। কিরবি বলছিলেন, ‘নেতানিয়াহুকে স্পষ্ট—খুবই স্পষ্ট করে বাইডেন বলেছেন, ইরানের দেওয়া সরাসরি এবং প্রকাশ্যে হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য তিনি মার্কিন সমর্থনের উপর নির্ভর করতে পারেন।’

এর আগে শুক্রবার, ইরানের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ জামশিদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছিলেন, আমেরিকান নেতাদের কাছে একটি বার্তা পাঠিয়েছিল ইরান। বার্তাটিতে বলা হয়েছিল, ‘যুক্তরাষ্ট্রের জন্য নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দেবেন না। আঘাত পেতে না চাইলে এর থেকে দূরে থাকুন।’

ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের পাওয়া একটি লিখিত বার্তার বিষয়টি নিশ্চিত করেছে সিবিএস নিউজ। এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র সিবিএসকে বলেছেন, ইরানের পাঠানো চিঠির জবাবে ইসরায়েলি হামলাকে ‘মার্কিন কর্মীদের এবং স্থাপনাগুলোতে হামলার অজুহাত’ হিসেবে ব্যবহার না করতে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION