মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। বিধ্বস্ত হেলিকপ্টারে ‘জীবনের চিহ্ন’ নেই। সব আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ ও রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।
সকল আরোহীর মৃত্যুর শঙ্কা জানিয়েছে রেড ক্রিসেন্টও। ইরানি রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, হেলিকপ্টারটি হেলিকপ্টারের পুরো কেবিন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকারীরা জানিয়েছে, এখন পর্যন্ত, সেখানে জীবনের কোন চিহ্ন পাওয়া যায়নি।
এর আগে রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে তাপের উৎস শনাক্ত করে তুরস্কের ড্রোন। তাঁর সূত্র ধরে খোঁজ পাওয়া যায় বিধ্বস্ত হেলিকপ্টারের। এক বিবৃতিতে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ‘প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্টের অনুসন্ধান ও উদ্ধারকারী দল।’
রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়। একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
ভয়েস/আআ