বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
ধর্ম ডেস্ক:
কখনো কখনো আমরা নানা রকম দুশ্চিন্তা ও পেরেশানিতে আক্রান্ত হই। যা সহজে সহ্য করা যায় না। এর প্রভাবে দৈনন্দিন জীবনে নেমে আসে হতাশার কালো মেঘ। এতে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এমন মানসিক অশান্তি থেকে বাঁচার উপায় সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেছেন, ‘যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রেখো! আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো শান্তি পায়।’ (সুরা রাদ ২৮)
মহান আল্লাহর জিকির করলে মানুষের অন্তরে প্রশান্তি আসে। তাই যারা মানসিক অশান্তিতে ভোগেন, অতীতের যে কাজের জন্য এমন অশান্তির কবলে পড়তে হয়, তা থেকে তওবা করে একনিষ্ঠভাবে মহান আল্লাহর জিকিরে মনোনিবেশ করতে পারলে মনে প্রশান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।
ভয়েস/আআ