বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
আরশাদ আলী:
এক. কখনো সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া আদায় তথা কৃতজ্ঞতা প্রকাশ থেকে নিজেকে বিরত রাখবেন না। তাহলে তিনি আর নিয়ামত বাড়িয়ে দেবেন না। ইরশাদ হয়েছে, ‘যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দেব।’ (সুরা ইব্রাহিম ৭)
দুই. কখনো দয়াময় আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি আপনাকে আর স্মরণ করবেন না। কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।’ (সুরা আল-বাকারা ১৫২)
তিন. কখনো দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না, তাহলে আল্লাহতায়ালা বিপদে আর আপনার ডাকে সাড়া দেবেন না। আল্লাহ বলেন, ‘আমার কাছে দোয়া করো, আমি সাড়া দেব।’ (সুরা মুমিন ৬০)
চার. কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না, তাহলে আল্লাহতায়ালা আর মুক্তি দেবেন না। কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিনি আজাব দেন না অর্থাৎ মুক্তি দেন।’ (সুরা আনফাল ৩৩)
ভয়েস/আআ