শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি

ভয়েস প্রতিবেদক, মহেশখালী

“আসুন জুয়া ও মাদক’কে প্রতিহত করি “এই স্লোগান গান কে সামনে রেখে, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তাজিয়াকাটার বিভিন্ন এলাকায় জুয়া ও মাদক প্রতিরোধে জুয়া ও মাদক বিরোধী র‍্যালী ও অভিযান পরিচালনা করা হয়েছে।

২ ই সেপ্টেম্বর সোমবার দুপুরে তাজিয়াকাটা স্টুডেন্ট সোসাইটি ও স্থানীয় জনসাধারণের যৌথ উদ্যোগে র‍্যালী পরবর্তী তাজিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ নৌবাহিনীর মহেশখালীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী,কুতুবজোম ইউনিয়ন জামায়াতের আমির আবুল হোসেন, তাজিয়াকাটা স্টুডেন্ট সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি মহিউদ্দিন মোহাম্মদ জুবাইর, মাষ্টার এবাদুল হক, মাওলানা সরওয়ার কামাল, মাওলানা ইলিয়াস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজকে বাঁচাতে হলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের’কে সচেতন হতে হবে। আপনারা আমাদের প্রতিপক্ষ ভাববেন না।আমরা আপনাদের সাথে কাজ করতে চাই।মাদক কারবারিরা যতই শক্তিশালী হোক না কেন আমরা তাদের শক্ত হাতে দমন করবো। আপনারা আইন নিজের হাতে তোলে নেবেন না। আপনারা আমাদের সহয়তা করুন।

আলোচনা শেষে তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অস্তানা ও বাড়িতে বাড়িতে দুপুর থেকে বিকেল পর্যন্ত তাজিয়াকাটার চিহ্নিত মাদক কারবারি আজিজুল হক, রুহুল আমিন, নুরুল ইসলাম, আলমগীর, মোহাম্মদ নুর, আমির হোছেন, মালেক, সাইফুল আলম এর বাড়িতে এই মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ ও নৌবাহিনী। এ সময় সকল প্রকার মাদক ব্যবসায়ীদের এ পথ থেকে সরে যেতে হুশিয়ারী দেন প্রশাসন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION