শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
সবশেষ এমন দেখা গিয়েছিল ২০১৩ সালে ১৫ অক্টোবর। তারপর আর কোনো ম্যাচেই দেখা যায়নি। হয় লিওনেল মেসি নয়তো আনহেল ডি মারিয়া, দুজনের একজন হলেও অন্তত থাকতেন আর্জেন্টিনার একাদশে। কিন্তু এবার দুজনকে ছাড়াই খেলতে নেমেছিল আলবিসেলেস্তেরা। চোটের কারণে ছিলেন না মেসি, আর ডি মারিয়া তো নিয়েছেন অবসরই।
যুক্তরাষ্ট্রে গত জুলাইয়ে কোপা আমেরিকা জয়ের পর এটা ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। কোপার ফাইনাল খেলেই অবসর নেওয়া ডি মারিয়াকে এই ম্যাচে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সম্মাননা দেওয়ার ব্যাপারটি আগেই জানা গিয়েছিল।
আর্জেন্টিনাকে অন্যদের চেয়ে সেরা ভাবেন না স্কালোনিআর্জেন্টিনাকে অন্যদের চেয়ে সেরা ভাবেন না স্কালোনি
আর্জেন্টিনা দল গা গরম করতে নামার আগেই পরিবার নিয়ে রিভার প্লেটের মাঠে উপস্থিত হন ডি মারিয়া। আর্জেন্টিনা দলের হয়ে মাঠে তার স্মরণীয় সব মুহূর্ত দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। ব্যাকগ্রাউন্ডে পাঠ করা হয় ডি মারিয়াকে লেখা তার মেয়ে মিয়ার চিঠি। মায়ামি থেকে রেকর্ড করা ভিডিওতে মেসির পাঠানো বার্তাও শোনানো হয় ডি মারিয়াকে। আবেগে টইটম্বুর এমন সব মুহূর্তে চোখ মুছেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
বিদায় সংবর্ধনায় ডি মারিয়া এল মনুমেন্টাল স্টেডিয়ামে হাজির হয়ে বলেন, ‘আমার ভেতরে অনেক অনুভূতি কাজ করছে। কথা বলতে কষ্ট হয়। আমি এএফএ-তে কাজ করা সকলকে ধন্যবাদ জানাতে চাই। তাদের সঙ্গে ১৬ বছর কাটিয়েছি। আমি কঠিন জিনিসগুলির মধ্য দিয়ে বেঁচে ছিলাম এবং আমি তাদের পাশাপাশি সুখী শেষ করেছি। আমি এখন শুধুই একজন ভক্ত। এখন আমি আমার পরিবারের সঙ্গে সেখানেই থাকব। আমি কোপা আমেরিকা ও বিশ্বকাপে থাকব এবং তাদের সমর্থন করে যাব।’
বাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহী মুশতাক আহমেদবাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহী মুশতাক আহমেদ
ভিডিও বার্তায় ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বলেছেন, ‘আমি আশা করি আপনি এই সন্ধ্যাটি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে অনেক উপভোগ করবেন। আমাদের যা বলার ছিল, সবই বলেছি। আমরা এত কিছু ভাগ করে নিয়েছি, এবং কে ভেবেছিল যে এটি এভাবে শেষ হবে? আমরা তোমাকে অনেক মিস করব। শিগগিরই দেখা হবে।’
ভয়েস/আআ