শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
লা লিগায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে হারের হতাশা ভুলে এবার লা লিগায় টানা ষষ্ঠ জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। গতকাল রবিবার রাতে ভিয়ারিয়ালকে তারা হারিয়েছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে। জোড়া গোল করেছেন লেভানদোস্কি ও রাফিনিয়া। লিগে সর্বশেষ তিন ম্যাচে ১৬টি গোল করার বিপরীতে মাত্র ২টি গোল হজম করেছে বার্সা।
ভিয়ারিয়ালের মাঠে শুরু থেকেই উভয় দল কিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোল হচ্ছিল না। ২০তম মিনিটে গোলের অপেক্ষা ফুরায় বার্সেলোনার। পাবলো তোরের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন লেভানদোস্কি। ৩৫তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই পোলিশ তারকা। তবে ৩ মিনিট পরই আয়োজ পেরেজের গোলে ব্যবধান কমায় ভিয়ারিয়াল।
বিরতির পর ৪৪তম মিনিটে প্রতিপক্ষের একটি কর্নার কিক থেকে আসা বল লাফিয়ে ধরতে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়েন টের স্টেগান। ৫৮ মিনিটে পাবলো তোরের গোলে ব্যবধানটা ৩-১ করে ফেলে বার্সেলোনা। ৬৪তম মিনিটে পেনালাটি পেলেও লেভানদোস্কির স্পট কিক গোলবারে লাগে। ৭৪ ও ৮৩ মিনিটে দুটি গোল করে স্কোরলাইন ৫-১ করে ফেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ৬ ম্যাচে শতভাগ সাফল্যে বার্সেলোনার পয়েন্ট হলো ১৮।
ভয়েস/আআ