শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:
ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলনকারী বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রামে শহীদ হওয়া মহেশখালীর সন্তান তানভীর সিদ্দিকী! ১১ই অক্টোবর (শুক্রবার) দুপুর ২:৩০টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নে, মোহাম্মদ শাহঘোনা এলাকায়, শহীদ তানভীর সিদ্দিকীর পৈত্রিক ভিটায়, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার উদ্যোগে শহীদ তানবীর সিদ্দিকীর স্বরণে তার পরিবারের জন্য বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন বক্তব্য প্রদান করেন, শহীদ তানভীরের বড় ভাই মিজানুর রহমান। তিনি বলেন – গত ১৬ বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকার ও তার ধূসরদের অত্যাচারে নিজ পৈত্রিক ভিটা থেকে বিছিন্ন ছিলাম। ফ্যাসিবাদী হাসিনা সরকার ধূসর স্থানীয় তারেক চেয়ারম্যান আমাদের বাড়ী ছাড়া করেছিলো। আমাদের খস্সোর গোষ্ঠীকে নিধন করার জন্য আমাদের বাড়ীঘর ভাংচুর ও পুড়িয়ে দিয়েছিলো। এই সময়ে গত ১৮ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে, স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে চট্টগ্রাম বহদ্দারহাট মোরে আমার ছোট ভাই তানভীর সিদ্দিকী গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। তিনি তার ভাই ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।
এসময় প্রধান অতিথি সাবেক নৌ বাহিনীর কমোডর ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার সভাপতি মোঃ খুরশিদ মালিক বলেন – গত ১৬ বছর আমাদের মত প্রকাশের কোন মাধ্যম ছিলো না। আমাদের বাংলার দামাল ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারী সরকারকে তাড়াতে হয়। তাদের জন্য অনেক অনেক দোয়া করি। এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক মা-বাবার বুক খালি হয়েছে, অনেকে স্বজন হারিয়েছে, অনেক শহীদ হয়েছে। তানভীর সিদ্দিকী এর মধ্যে একজন। আমাদের সংস্থা উদ্দ্যোগ নিয়েছে তানভীর সিদ্দিকীর পরিবার নিয়ে কিছু করার। তাই আজকে পুরো সংস্থার সদস্যরা আসছে তানভীর পরিবারকে কিছু দিতে, বীর নিবাস হস্তান্তর করতে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালারমারছড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জনাব রুহুল কাদের বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বৈষম্য বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার মহাসচিব ক্যাপ্টেন (অবঃ) মহসীনুল হাবীব বিএন, নির্বাহী সহ-সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোঃ শহিদুল ইসলাম বিএন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহাবুবুর রহমান সাগর।
অনুষ্ঠান শেষে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারকে বীর নিবাস হস্তান্তর করেন।
ভয়েস/জেইউ।