শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সড়ক দখল করা পাঁচ শতাধিক ভাসমান দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদ

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

দীর্ঘদিন সড়ক দখল করে ভাসমান দোকান ও অবৈধভাবে গড়ে উঠা গাড়ির পার্কিংয়ের কারণে যানজট লেগে থাকতো কক্সবাজারের চকরিয়া পৌরশহরে। এতে চরম দুর্ভোগে পড়তো কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত মানুষরা। এছাড়াও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতো দূরপাল্লার গাড়ি। চরম দুর্ভোগে পড়তো যাত্রীরা।

এর প্রেক্ষিতে বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযানে নামে চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা। এসময় সড়কের দু’পাশ থেকে প্রায় পাঁচ শতাধিক ভাসমান দোকান ও অবৈধ গাড়ির পার্কিং স্টেশন উচ্ছেদ করা হয়।

চকরিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ বলেন, পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে অবৈধভাবে ভাসমান দোকান, বিভিন্ন গাড়ির স্টেশন বসিয়ে যানজট সৃষ্টি করে রেখেছে। সড়কে জনসাধারণের চলাচলের পথ সুগম করতে এবং পৌরশহরকে যানজটমুক্ত করতে বুধবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক (ইউএনও) মো.ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এসময় প্রায় পাঁচ শতাধিক ভাসমান দোকান, বেশ কয়েকটি অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ করা হয়েছে। অভিযানে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. এরফান উদ্দিন, চকরিয়া থানা পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সাথে ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা ও পৌরসভার প্রশাসক মো. ফখরুল ইসলাম বলেন, অবৈধভাবে সড়কে ভাসমান দোকান ও গাড়ি পার্কিং স্টেশন আর বসতে দেয়া হবেনা। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION