শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

৯ গোল ৩ লাল কার্ডের রাতে জয় টটেনহ্যাম-ভিলার

খেলাধুলা ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। শনিবার রাতে লন্ডন ডার্বিতে শুরুতে ১ গোল হজম করে ৪ গোল করে টটেনহ্যাম।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে সৃষ্টি হয় উত্তেজনা। ৮৬ মিনিটে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন ওয়েস্টহ্যামের উইঙ্গার মোহাম্মদা কুদুস। টটেনহ্যামের মিকি ভন ডি ভেনকে লাথি ও ধাক্কা দেন তিনি। ম্যাচের ১৮ মিনিটে কুদুসের গোলেই ১-০ গোলে এগিয়ে ছিল ওয়েস্টহ্যাম।

৩৬ মিনিটে ডিজান কুলোসেভস্কির গোলে ১-১ সমতায় ফেরে টটেনহ্যাম। ৫২ মিনিটে ইভেস বিসোমার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬০ মিনিটে টটেনহ্যামের হয়ে শেষ গোল করেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং মিন (৩-১)। আর আগে একটি আত্মঘাতী গোল (৫৫ মিনিটে) হজম করে ওয়েস্টহ্যাম। এতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় টটেনহ্যাম।

রাতের অন্য ম্যাচে ফুলহ্যামকে ৩-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। এই ম্যাচেও শুরুতে গোল করে ফুলহাম। রাহুল জিমেনেজের গোলে ৫ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪ মিনিট পর মর্গার রজার্সের গোলে ১-১ সমতায় ফেরে সফরকারী ভিলা।

এরপর পুনরায় লিড নেওয়ার সুযোগ পায় ফুলহাম। ডি-বক্সের ভেতর ভিলার ম্যাটি ক্যাসের হ্যান্ডবল হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তবে ফুলহামের পেরেইরার দুর্বল শট রুখে দেন ভিলার আজেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

৫৯ মিনিটে অলি ওয়াটকিনসের গোলে ২-১ গোলে এগিয়ে যায় ভিলা। ৬৪ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফুলহাম।

একজন কম নিয়ে খেলতে থাকা ফুলহাম আত্মঘাতী গোল হজম করে কিছুক্ষণ পরেই। ৬৯ মিনিটে ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন ফুলহামের ইসা দিয়প। এতে ৩-১ গোলে এগিয়ে যায় ভিলা।

৯৩ মিনিটে লাল কার্ড দেখেন ভিলার জাদের ফিলোজেন। অর্থাৎ দুই দলই ১০ জন করে ফুটবলার নিয়ে মাঠ ছাড়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION