মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সততায় মেলে প্রশান্তি

ধর্ম ডেস্ক:
একজন সৎ মানুষ সহজ-সরল জীবনযাপন করেও কত সুন্দরভাবে সসম্মানে বাঁচে। তাদের বুকের সাহস কখনো ফুরোয় না। শরীরের পোশাক সস্তা হলেও সততায় বাঁচা মানুষদের আদর্শ কখনো সস্তা হয়ে না। সে নিজেকে পরের কাছে, ভয়ের কাছে কিংবা অন্যায়ের কাছে বেচে না! দূরের মানুষ কিংবা অচেনা মানুষও যখন সৎ মানুষ সম্পর্কে কথা বলে তখন সম্মানে হৃদয় বিগলিত হয়। আপন হতেই শ্রদ্ধা-সম্মানের জন্ম হয়। যে মানুষ সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে না, কাউকে ঠকায় না, দুর্নীতিতে জড়ায় না কিংবা রাষ্ট্রের স্বার্থ বিক্রি করে দেয় না সে আদর্শবান নিজ গুণেই মূল্যবান। এমন আত্মশক্তির মূল্য আছে।

সারা দিন পরিশ্রম করে, সামান্য আয়োজনের ডাল-ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে পারার যে তৃপ্তি তা অসৎ মানুষের জন্য স্বপ্নের মতো। অথচ সততায় জীবন যাপনকারীদের কাছে এটা নৈমিত্তিক রুটিন। সততার যে শক্তি, সৎ লোকের যে সুগন্ধি তাতে সমাজ-সংসার আলোকিত হয়। সমাজে যারা সৎভাবে বাঁচে অসুস্থ সমাজ সাময়িক সময়ের জন্য তাদের ভ্রুকুটি করে, তাচ্ছিল্য ভরে অপদস্থ করতে চায়। অথচ সততা ও সত্যবাদী সর্বদা জয়ী হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION