বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় ‘দানা’র প্রভাবে কক্সবাজারে গুমুট আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ও মাঝে মাঝে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৯ নং বুলেটিন অনুযায়ী ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ ঘণিভূত রূপ নিয়ে শক্তিশালী হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম এবং ভারতের উড়িশ্যা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করার সময় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
টানা বৃষ্টিপাতের কারণে বিপাকে পড়েছে আমনসহ মৌসুমী সবজি চাষীরা। ক্ষেতের জমে যাওয়া পানি অপসারণে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।
ঘূর্নিঝড় দানার প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। ফলে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ৮২৯ টি সাইক্লোন সেল্টারসহ সিপিপি সেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।
ভয়েস/আআ