শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীর থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার!

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার ও মহেশখালী থেকে মাদক ও প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

মহেশখালী থানা সূত্রে জানা যায়-মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী (পিপিএম)এসআই ফরাজুল ইসলাম, এএসআই লিংকন, সঙ্গীয় ফোর্সসহ ৬ নভেম্বর বুধবার বিকালে কক্সবাজার সদর থানাধীন কলাতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসটি-১৩৭৮/১৯ এবং এসটি-১৬০/১৫ (প্রতারণা মামলার ২টি সাজা পরোয়ানা মূলে)৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার জনৈক মৌলানা আবুল কাশেমের পুত্র কপিল উদ্দিন মাসুম কে গ্রেপ্তার করে।

পরবর্তীতে ঐঅভিযানিক টিম ০৬ নভেম্বর গভীর রাতে বড় মহেশখালী এবং থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এই সময় জিআর-২৭৫/২০(মাদক)মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মহেশখালী পৌরসভার ০৫ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনাপাড়া এলাকার বহু অপকর্মের হুতা মাদক ব্যবসায়ী মৃত গোলাম বারীর পুত্র জাহেদুল ইসলাম প্রকাশ ফজল হক এবং একই এলাকার জিআর-২৭৫/২০ (মাদক) মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মৃত আবদুল আজিজ এর পুত্র আমান উল্লাহ’কে গ্রেপ্তার করে।

মহেশখালী থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এস আই ফরাজুল ইসলাম,এস আই মহসীন চৌধুরী (পিপিএম),এস আই মুজিবুর রহমান, এসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সের নিয়মিত অভিযানে একেকজন ,দাগী সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় অনেক চিহ্নিত অপরাধীরা গা’ঢাকা দিয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION