শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় বিশেষ অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলি ও গ্রেনেড উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় সচল ওয়ান শুটার গান, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি গ্রেনেড বোমা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাঘোনা এফডিএমএন ক্যাম্প-১৮ এর মেইন ব্লক-ডি, সাব ব্লক-কে/৬ এফডিএমএন সদস্য শুক্কুরের বসতঘরের সামনে থেকে এসব অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়।

৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় আরসা সন্ত্রাসী অবস্থানের খবরে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং, তদারকিতে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. জহিরুল হক ভূইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ মোল্লা, এসআই মোহাম্মদ আশিকুর রহমান এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

এ সময় আরসার সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় একটি দেশীয় সচল ওয়ান শুটার গান, ১ রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি গ্রেনেড বোমা ফেলে যায়।

এর আগে, শনিবার উখিয়া পালংখালী থেকে অভিযান চালিয়ে চারটি আরজে হ্যান্ড গ্রেনেড ও পাঁচটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছিল যৌথবাহিনী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION