শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় সাবেক এমপি জাফরসহ ১৩৭ জনের নামে মামলা

জাফর আলম বিএ,অনার্স,এম এ, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ১৩৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ নিয়ে ৫ আগস্টের পর ১২টি মামলায় এজাহার নামীয় আসামি হলেন সাবেক এমপি জাফর আলম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মামলাটি রুজু করেন পৌরসভার নিজপানখালী গ্রামের সিরাজ আহমদের ছেলে আমির আলী।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা এলাকায় গত ৩ নভেম্বর যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি রুজু করা হয়।

মামলায় সাবেক এমপি জাফর আলম ছাড়াও আসামি করা হয়েছে দলের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ দলের জেলা, উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ও সাবেক সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩৭ জনের নামে এই মামলা রুজু করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান- গত ৩ নভেম্বর মহাসড়কে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের দায়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে এই মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারনামীয় সাবেক এমপি জাফর আলমসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION