শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
সু দীর্ঘ ২০ বছর পর বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ মহেশখালী পুটিবিলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।
বর্তমান আঞ্জুমানে ইত্তেহদের সভাপতি রাহবারে বাইতুশ শরফ আল্লামা আলহাজ্ব আব্দুল হাই নাদবী সাহেব ও সাধারণ সম্পাদক হাফেজ আমানুল্লাহ সাহেব স্বাক্ষরিত কমিটি বিগত ১১ অক্টোবর অনুমোদন হয়। এর প্রেক্ষিতে ১৩ নভেম্বর ২০২৪ ইং বুধবার নতুন কমিটির সভাপতি (সাবেক মহেশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান) মোঃ জহির উদ্দিনের সভাপতিত্বে প্রথম সভা বায়তুশ শরফ মসজিদে অনুষ্ঠিত হয়।
কমিটির সাধারণ সম্পাদক নুরুল কুদ্দুস এর সঞ্চালনায় পরিচালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ জব্বারী একাডেমীর সম্মানিত শিক্ষক ও বায়তুশ শরফ জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা এরফান উল্লাহ ।
প্রধান অতিথি তার বক্তব্যে নতুন কমিটি ও মহেশখালির মানুষকে শুভেচ্ছা ও স্বাগতম জানায়। পরে নতুন কমিটির নাম ঘোষণা করেন। সভায় কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন, মাওলানা জহির উদ্দিন সহ সভাপতি, মোহাম্মদ নুরুল কুদ্দুস সাধারণ সম্পাদক, মোহাম্মদ সুলতান আহমদ কোষাধ্যক্ষ, মাস্টার হাজী নুরুল হক, মোস্তফা কামাল, মোঃ হাশেম তারেক, মিনহাজ, সুলতান আহমদ সওদাগর, আব্দুল মোতালেব এবাদুল করিম বাদল সাবেক কাউন্সিলর।
উপস্থিত সকলে এই জন প্রতিনিধিত্বশীল কমিটি অনুমোদন দেওয়ার জন্য আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাহাত রাহবারে বাইতুশ শরফ পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাই নদবী মাদ্দাজিল্লুহুল আলী ও হাফেজ আমানুল্লাহসহ কেন্দ্রীয় বায়তুশ শরফ (মহেশখালী), মহেশখালী পৌরসভা তথা সমগ্র মহেশখালী বাসী প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সাথে নবাগত কমিটিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সাদরে গ্রহণ করেছেন।
বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ, মহেশখালী পুটিবিলা শাখার নব নির্বাচিত সভাপতি (সাবেক মহেশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান) মো. জহির উদ্দিন বলেন, দীর্ঘ সময় পর্যন্ত কমিটি না থাকায় এলাকাবাসী ও সাধারণ মানুষ ইসলামীক কর্মকান্ড পরিচালনা ও ইসলামের প্রসারে অনেক বঞ্চিত হয়েছে । এবার নতুন কমিটি হওয়ায় সব বাধা পেরিয়ে এলাকা এবং মহেশখালীর জন্য এই সংগঠনের মাধ্যমে ইসলামের শান্তির বার্তা সমাজে পৌঁছে দিতে পারবে নব কমিটির নেতৃবৃন্দ ইনশাআল্লাহ।
ভয়েস/জেইউ।