শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় আওয়ামীলীগ নেতার নেতৃত্বে বয়োবৃদ্ধ লবণ ব্যবসায়ী, তার ভাই ও ছেলেকে মারধর করে আহত করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে মগনামা ইউনিয়নের ছেরাং ঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতেরা হলেন,একই উপজেলার উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার বাসিন্দা লবণ ব্যবসায়ী জামাল উদ্দিন লুৎফা, তার ভাই ইউপি সদস্য কামাল উদ্দিন ও লুৎফার পুত্র জয়নাল আবেদীন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।
আহত জামাল উদ্দিন লুৎফা বলেন, স্থানীয় মৃত আব্দুল মতলবের পুত্র মামুনের সাথে তার লবণের মাঠ নিয়ে বিরোধ ছিল। বিরোধের জের ধরে মামুনের ভাড়াটে সন্ত্রাসী আওয়ামীলীগ নেতা হেলালের নেতৃত্বে তাকে ও তার ভাইকে মারধর করে গুরুতর আহত করা হয়। হামলার এক পর্যায়ে তাকে বাচাঁতে তার পুত্র জয়নাল আবেদীন এগিয়ে আসলে তাকেও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আহত করে।
আহত জামাল উদ্দিনের পুত্র এনাম জানান, হেলালের নেতৃত্বে তার ভাই কাইয়ুম, শমশু ও একই এলাকার জসিম উদ্দিন, সেলিম উদ্দিন এবং মামুন মিলে পরিকল্পিতভাবে তার পিতা, চাচা ও ভাইয়ের উপর হামলা চালান। এ ঘটনায় তিনি বিচার দাবি করেন।
আহত জামাল উদ্দিনের ভাগিনা মিছবাহ অভিযোগ করেন, তার মামা ও মামাতো ভাইদেরকে হত্যার উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতা হেলালের নেতৃত্বে দা-কিরিচ ও লোহার রড় দিয়ে আঘাত করা হয়। তিনি এঘটনার তদন্ত ও সুষ্টু বিচার দাবি করেন।
এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ব্যবসায়ীর উপর হামলার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ গেছে অবশ্যই অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস/জেইউ