শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
সেলিম, মহেশখালী:
মহেশখলী পৌরসভা গোরকঘাটা বাজারে রাত ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার নজির আহমদের সারের দোকান থেকে আগুন।লাগার এই ঘটনাটি ঘটে। এর পাশা অবস্থিত একটি চাল ও ফুডসের দোকান আংশিক পুড়ে গেছে।
মহেশখালী ফায়ার সার্ভিস ইনচার্স রাম প্রসাদ দাশ বলেন,আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ২০মিনিট চেষ্টার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুন লাগার সুত্রপাত এখনো সঠিকভাবে জানাযায়নি।এখন শুষ্ক মৌসুম আগুন লাগার সময়। এটি মাথায় রেখে সকলকে সতর্ক থাকতে হবে।
ব্যবসায়ীরা জানান, রাত ১০টায় সারের দোকান থেকে আগুন লাগার দৃশ্যটি দেখতে পায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি আমরা আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস ও বাজারে অবস্থান করা মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসে যায়। এতে ১টি সারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে,এবং ১টি চালের ও ১টি ফুডসের দোকানের আংশিক ক্ষতি হয়েছে।এতে ৩টি দোকানে প্রায় ৩০লক্ষ টাকা মত ক্ষতি হয়েছে।
প্রক্ষ্যদর্শীরা বলেন, একটি সারের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, পাশে গিয়ে দেখি মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে লাল হয়ে যায়। আমরা চিৎকার দেওয়ার সাথে মানুষ আসতে শুরু করে। সকলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। সকলে এগিয়ে না আসলে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়তো। এতে বড় ধরনে ক্ষয়ক্ষতি হতো।
ভয়েস/জেইউ।