বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০১:০০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীতে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান।
তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তার বয়স ৫০ বছর। তিনি লবণ মাঠের শ্রমিক। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর রামু উপজেলার রশিদনগরের কাহাতিয়াপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হন।
ভয়েস/আআ