শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:
মহেশখালীর বড়ো মহেশখালী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক মাহবুবর রহমান কে মুখে কাপড় বেধে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, নস্যাৎ করেছে স্হানীয় গ্রামবাসী!
সোমবার ২৫ নভেম্বর সকাল ১০ টার দিকে প্রভাষক মাহবুবর রহমান হোয়ানকের বড় ছড়া গ্রাম থেকে গাড়িতে করে আসার সময়, রাজুয়াঘোনা ব্রীজের কাছে এসে পৌছলে, জৈনিক ওচমানের নেত্বৃিত্বে, ফরিদ,জাকের উল্লাহস সহ ৮/১০ দশ জনের একটি দল তার গাড়ি গতিরোধ করে! এসময় তাকে মুখে কাপড় বেধে অস্ত্রের মুখে গভীর পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার খবর পেয়ে,স্হানীয় গ্রামের মহিলারা তার কান্নার আওয়াজ শুনে, তারাও চিল্লাচিল্লি করতে থাকে। একটু পরে অপহরণকারী ওমানের আত্মীয় আবুল হোসেন ও বাশি সহ এলকাবসিরা এগিয়ে আসলে, স্হানীয় চেয়ারম্যান- মেম্বার ও নারী-পুরুষের সহায়তায় তাকে উদ্ধার করতে সক্ষম হয় বলে স্হানীয় একাধিক সুত্র জানা গেছে।
এসময় প্রভাষক মাহবুবুর রহমান কে বেধড়ক মারধর করা হয়েছে বলে শিক্ষক মাহাবুর রহমান দৈনন্দিন পত্রিকা প্রতিবেদক নিশ্চিত করেন। তিনি আরো জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তৎক্ষনাৎ মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে, তার অবস্থা আশংকাজনক হওয়ায়, তাকে কক্সবাজার সদর হাসপাতাল রেফার করা হয়।
এবিষয়ে হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন! তিনি আরো বলেন জায়গা জমির বিরোধ সংক্রান্ত কারনে পুর্ব শত্রুতার জেরে এটা হয়ে থাকতে পারে বলে জানান তিনি! এই কলেজ শিক্ষককের অপহরণ কান্ড নিয়ে, মহেশখালীতে সবার মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভয়েস / জেইউ।