বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রামুতে র‌্যাবের অভিযানে মাটির নিচে মিলল ৫ অস্ত্র-গুলি বাংলাদেশের ধর্মীয় রাষ্ট্রীয় স্বাধীনতা, সকল ধর্ম, বর্ণ গোত্র’র সৌহার্দপূর্ণ নাগরিক এবং সামাজিক সম্প্রীতির অভিযাত্রা হোক সবার অঙ্গীকার চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ও পুলিশের ওপর হামলা মামলায় ১২ জন রিমান্ডে বিজয় দিবসে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয় নাফনদীতে নৌযান চলাচলে সতর্ক করে মাইকিং ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিত আরাকান আর্মির দখলে বাংলাদেশ-মিয়ানমারের ২৭০ কিমি সীমান্ত হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার

আইপিএলে বাংলাদেশিদের নিয়ে অনীহা

খেলাধুলা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার ব্রাত্য রইলেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিলামে কারো ডাক পড়েনি। কোনো ফ্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানদের নিতে। নিলামে বাংলাদেশের ১২ জন খেলোয়াড় নাম নিবন্ধন করিয়েছিলেন। সবাই অবিক্রীত রয়ে গেলেন।

তাদের মধ্যে সবচেয়ে বেশি দুই কোটি রুপি ভিত্তিমূল্য ছিল গতবার চেন্নাই সুপার কিংসে খেলা মোস্তাফিজের। এক কোটি রুপি ভিত্তিমূল্য ছিল সাকিব, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। বাকি সবার ৭৫ লাখ রুপি। অথচ দল পায়নি কেউই। আথচ আসন্ন আইপিএলে দেখা যাবে ৭ আফগান ক্রিকেটারকে। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে এই অনীহার কারণ জানিয়েছে বিসিবি।

বুধবার মিরপুর স্টেডিয়ামে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়। আমি নিজেদের মানটাকে বিচার করি। বিশ্ব মঞ্চে আমি যদি জায়গা করে নিতে পারি, তার মানে আমার অবস্থান ভালো। আর বৈশ্বিক মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে আমার অবস্থান ভালো না। জোর করে নিজেদের এগিয়ে রাখলে হবে না। এই দেশে বলি, ওই দেশে বলি, এই ফ্র্যাঞ্চাইজি বলি, ওই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারব না। যোগ্যতা থাকলে খেলা যাবে সহজে।’

ফাহিমের ধারণা, আগের সুযোগগুলো হাতছাড়া না হলে কয়েকজনের খেলার সম্ভাবনা ছিল। তিনি বলেন, ‘আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল কিংবা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের চেষ্টা থাকা উচিত সুযোগ কাজে লাগানোর। এক্ষেত্রে উদাহরণ হচ্ছে আফগানিস্তান। তারা নিজেদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। তাদের খেলোয়াড়দের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদের সুযোগ কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করব।’

আইপিএলে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। এর আগে টানা খেলেছেন সাকিব। এবার মোস্তাফিজ ও লেগ-স্পিনার রিশাদ হোসেনের নাম নিলামে উঠলেও কোনো দল তাদের নিতে আগ্রহ দেখায়নি। বাকিদের তোলাই হয়নি নিলামে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION