শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মেজর সিনহা হত্যার পূর্ণাঙ্গ রায়: সিনহার বুকের বাম পাঁজরে জুতা পরা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেছেন প্রদীপ কুতুবদিয়ায় সড়কে লবণ ফেলে কাফনের কাপড় পড়ে চাষীদের প্রতিবাদ অবাধ, সুষ্ঠু নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা সরকার জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে: হাইকোর্ট পরবর্তী সরকার সব ধরনের নিবর্তনমূলক আইনের পথ থেকে ফিরে আসবে: অ্যাটর্নি জেনারেল  নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না : নাগরিক পার্টি  জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ভাইরাল বক্তব্য প্রসঙ্গে যা বললেন শাপলপুরে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু টেকনাফে ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার বিজিবির চর্বি কমতে শুরু করলে শরীরে যেসব লক্ষণ দেখা দেয়

মহেশখালীতে অস্ত্রসহ টুনাইয়া আটক

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলার হোয়ানকের পানিরছড়া এলাকায়  অভিযান চালিয়ে অস্ত্র কার্তুজসহ শফি আলম প্রকাশ টুনাইয়া (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

২৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টায় হোয়ানক পানিরছড়ার সাতঘর পাড়া থেকে তাকে আটক করে। আটক টুনাইয়া কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার বদি আলমের পূত্র। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি কাইছার হামিদ।

পুলিশ জানিয়েছে – গতরাতে পুলিশ নিয়মিত অভিযানে পরিচালনা করার সময় ওয়ারেন্ট ভুক্ত আসামিদের ধরতে গেলে পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার সময় শফি আলম প্রকাশ টুনাইয়াকে আটক করে। পরে  তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান করা বাড়ির একটি আলমিরার উপর থেকে অস্ত্র ও তার বালিশের নিচ থেকে ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।  আটক শফি আলম ভাড়াটে হিসাবে মহেশখালীতে বিভিন্ন জায়গায়  চিংড়ীঘের দখল-বেদখলসহ সন্ত্রাসী হিসাবে কাজ করত। তার বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র,ডাকাতি,চুরি হত্যাচেষ্টাসহ ৭টি মামলা রয়েছে।  উল্লেখ্য শফি আলম ২০২১ সালে বিপুল পরিমাণ অস্ত্রসহ আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছিল।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান- পুলিশ অভিযান চালিয়ে ১টি অস্ত্র ৩ টি কার্তুজসহ টুনাইয়া নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। তার বিরুদ্ধে অস্ত্র,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION