শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় মোটরসাইকেল-ডাম্পারের ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

সড়ক দুর্ঘটনা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় মোটরসাইকেল-ডাম্পারের ত্রিমুখী সংঘর্ষে সোহেল রানা নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

শনিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া আমগাছতলা তিন রাস্তার মোড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা (২৮) ঝিনাইদহ কালিগঞ্জ লুচিয়া এলাকার নিহাল মন্ডলের ছেলে। আহতরা হলেন, চাঁদপুর জেলার মনোহরদীর বাসিন্দা মৃত মিন্নাত আলীর ছেলে হাসান আল মামুন (৩৬), বান্দরবান জেলার লামা ফাশিয়াখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে দিদার হাসান (২১) ও সিরাজগঞ্জ শাহজাদপুর রুপনাই গাছপাড়া খুনকী এলাকার আবু মিয়ার ছেলে মেহেদী হাসান (২৮)।

জানা গেছে, মুহুরীপাড়া আমগাছতলা তিন রাস্তার মোড়ে ২টি মোটরসাইকেল রোহিঙ্গা ক্যাম্প হতে উখিয়া বাজারের দিকে আসার সময় উল্টো দিক থেকে দ্রুতগতির ১টি অজ্ঞাত নাম্বারযুক্ত ডাম্পার ট্রাক মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এ সময় ৪ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত দিদার ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহপুরী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ডাম্পার চালক ঘটনার পরপরই গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তার কোন পরিচয় জানা যায়নি। মামলা প্রক্রিয়াধীন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION