শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে বিদেশি অটোমেটিক জি-থ্রি রাইফেলসহ আটক ১, ম্যাগজিন উদ্ধার

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:

মহেশখালীতে ত্রি- জি অটোমেটিক অস্ত্র ও গুলিসহ সাজ্জাদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে থ্রি-জি রাইফেলসহ ৪টি অস্ত্র, ৯ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় মহে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদের নেতৃত্বে, এস আই আল আমিন, এস আই আসাদ, এস আই মহসীন চৌধুরী পিপিএম সহ একদল চৌকস টিম বড় মহেশখালীর বড় ডেইল এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামের আব্দু শুক্কুরের ছেলে। মহেশখালী থানা-পুলিশের দেওয়া সাংবাদিকদের দেওয়া প্রেস ব্রিফিং থেকে জানা যায়, সাজ্জাদ ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। মহেশখালীতে বিভিন্ন জায়গায় চিংড়ি ঘের দখল-বেদখলসহ সন্ত্রাসী কাজে জড়িত ছিল। একটি সুত্রে দেওয়া তথ্য মতে তিনি স্থানীয় আওয়ামিলীগ নেতা এহছান এবং আমান এর পক্ষ হয়ে কাজ করতো বলে জানা গেছে!

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত তাজউদ্দীন জানান, রবিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী অভিযান চালায় পুলিশ। অভিযানে বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইলের নিজ বাড়ি থেকে সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে থ্রি-জি রাইফেলসহ ৪টি অস্ত্র, ৯ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেছে। এই বিদেশি অটোমেটিক আগ্নেয়াস্ত্রের বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ জানান বড মহেশখালী ইউনিয়নয়নে যেহেতু চিংড়ি ঘের, লবন মাট নিয়ে পক্ষে বিপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় দখল বেদখলের ঘটনা ঘটে সেই হিসেবে কোন পক্ষ মায়ানমার সীমান্ত এলাকা থেকে কোন চক্রের মাধ্যমে হাত বদল হয়ে এখানে আসতে বলে মতো প্রকাশ করেন তিনি আরো জানান, গ্রেপ্তার কৃত সাজ্জাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION