বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
ইতালির সিরি আ’য় মাঠে লুটিয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন ফিওরেন্তিনার মিডফিল্ডার এদোয়ার্দো বোভ। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলছিল তার চিকিৎসা। সেখান থেকে তাকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে তার ক্লাব।
সিরি আ’ ক্লাবটি জানিয়েছে, ‘বোভ চেতনা ফিরে পেয়েছেন। সকালে শরীর থেকে টিউবও খুলে ফেলা হয়েছে। এখন সে সজাগ আছে।’
ফিওরেন্তিনা আরও জানিয়েছে, বোভ তার পরিবার, কোচ, সতীর্থ ও ক্লাব ম্যানেজমেন্টর সঙ্গে কথা বলেছে। যারা তার জেগে ওঠার স্বস্তির খবর শুনে হাসপাতালে ছুটে এসেছিল।
বিবৃতিতে আরও জানানো হয়, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি। সেসবের মাধ্যমেই বোঝা যাবে ঠিক কী কারণে মাঠে এভাবে পড়ে গিয়েছিলেন বোভ।
ঘটানাটা ঘটেছিল পরশু রাতে। ম্যাচটা ছিল ফিওরেন্তিনা ও ইন্টার মিলানের। প্রাপ্ত ফুটেজে দেখা যায়, ম্যাচের ১৬ মিনিটে বসে থেকে একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন বোভ। তখন একটু হেঁটে এগিয়ে যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবেই খেলোয়াড়রা মাঠে চিকিৎসকদের ডেকে পাঠান। এসময় তাকে ঘিরে ছিলেন সবাই। তার পরেই অ্যাম্বুলেন্সে করে বোভকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা তখন জানিয়েছিল, বোভকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর তার অবস্থা আবার পুনর্ম্যূালয়ন করা হবে। এই ঘটনায় ম্যাচ যখন বাতিল হয় তখন সেটা ছিল গোলশূন্য।
ভয়েস/আআ