বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
খালেদা জিয়াকে চৌদ্দগ্রামে নাশকতা মামলা থেকে অব্যাহতি ১৮ হাজার অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে নিচ্ছে ভারত বাংলাদেশ ও ইউএনএইচসিআর রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করবে ফলাফল জালিয়াতি:চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ন চন্দ্র নাথসহ ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় পাওয়া গেল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা পেকুয়ায় হরিণাফাঁড়ী এলাকায় টপসয়েল কাটা বন্ধে অভিযানে হামলাচেষ্টা ফারিনের ‘ঠিকানা’ ১০ মিলিয়নে বিশ্বকাপের দৌড়ে উইন্ডিজকে হারিয়ে টিকে থাকল বাংলাদেশ বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না:খাদ্য উপদেষ্টা বেড়েছে চোরের উপদ্রব, আতঙ্কে দিন কাটে মানুষের

সিরিয়ার গোলান মালভূমির বাফার জোন ইসরায়েলের দখলে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ঘোষণায় জানিয়েছেন, তার সেনাবাহিনী গোলান মালভূমির অসামরিক বাফার জোন সাময়িকভাবে দখলে নিয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর গোলানে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোন এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। খবর রয়টার্স।

ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়া ও দামেস্কের অস্ত্রের ডিপোগুলোতে হামলা চালিয়েছে, যাতে বিরোধীরা সেগুলো দখল করতে না পারে।

১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের যে সমঝোতা চুক্তি হয়েছিল, সিরিয়ার বিদ্রোহীদের হাতে দেশটির নিয়ন্ত্রণ চলে যাওয়ার কারণে তা ‘ভেঙে পড়েছে’ বলে জাানান নেতানিয়াহু।

তিনি বলেন, আমরা আমাদের সীমান্তে কোনও বৈরী শক্তিকে অবস্থান নিতে দেব না।

যুক্তরাজ্য ভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, শনিবার বাফার জোনের ভেতরে অবস্থিত কুনেইত্রা প্রদেশে সিরীয় সেনারা তাদের অবস্থান ত্যাগ করেছে।

রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বাফার জোনের ভেতরে থাকা পাঁচটি সিরীয় গ্রামের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকতে বলেছে।

গোলান মালভূমি দামেস্ক থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বলে জানিয়েছে বিবিসি।

১৯৭১ সাল থেকে বাশার আল–আসাদ এবং তার বাবা দেশটির ক্ষমতায় ছিলেন। রোববার ভোরে ইসলামপন্থি বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল–শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিভিন্ন গোষ্ঠী দামেস্কে ঢুকে পড়ে।

এরপর তারা রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে ‘সিরিয়া এখন মুক্ত’ বলে ঘোষণা দেয়। পরবর্তীতে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করার পর গোলান মালভূমির বাফার জোন দখলের পদক্ষেপ নিল ইসরায়েল।

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল ও সংযুক্ত করে নেয় ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র ব্যতীত আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে সিরিয়ার দখলকৃত ভূখণ্ড হিসেবে দেখে আসছিল। পরে ১৯৭৪ সালে বাফার জোন প্রতিষ্ঠিত হয়, যা ইসরায়েলি অধিকৃত ও সিরিয়ার অঞ্চলের মধ্যে বিভাজন তৈরি করে।

এ বিষয়ে রোববার নেতানিয়াহু বলেন, কয়েক বছরের পুরনো চুক্তি আর কার্যকর নেই এবং সিরিয়ার সৈন্যরা তাদের অবস্থান ছেড়ে চলে গেছে। ফলে ইসরায়েলের এখন তা দখলে নেয়া প্রয়োজন হয়ে পড়েছে।

পরে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কৃষি এলাকাগুলো ক্লোজড মিলিটারি জোন হিসেবে ঘোষণা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমকে কেএএনকে বলেন, দক্ষিণ সিরিয়া ও দামেস্কের বিমানবন্দর এলাকার অস্ত্র ডিপোগুলো সশস্ত্র গোষ্ঠী ও স্থানীয় বিরোধী দলগুলো দখল করতে পারে- এমন আশঙ্কায় আমরা সেগুলোতে হামলা করেছি।

‘ইসরায়েল যেকোনো সম্ভাব্য হুমকিকে ব্যর্থ করতে এবং সিরিয়ায় তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যেকোনো ধরনের ক্ষতি ঠেকাতে করতে কাজ করছে,’ বলেন তিনি।

হিজবুল্লাহ ও ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে উন্নত অস্ত্রের সম্ভাব্য সরবরাহের বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ইসরায়েল প্রায়ই সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছিল।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION