শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী, কাল আসবেন পেকুয়ায়

ভয়েস নিউজ ডেস্ক:

দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। অক্টোবরে মালয়েশিয়ায় যাওয়ার পর আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তিনি দেশে ফিরেছেন।

মাওলানা মিজানুর রহমান আজহারী শীত মৌসুমে দেশের প্রত্যেক বিভাগে মাহফিলে অংশগ্রহণ করার পরিকল্পনা জানিয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন।

ফেসবুকে তিনি জানান, “আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম।” তিনি জানান, ২০১৩ সালে মালয়েশিয়া যাওয়ার পর এবার প্রায় সাড়ে ৪ বছর পর দেশে ফিরেছেন।

মাওলানা আজহারী জানিয়েছেন, আগামী জানুয়ারিতে নতুন বছরের শুরু থেকে তিনি ইনশাআল্লাহ বিভাগীয় সফর শুরু করবেন। প্রথম প্রোগ্রাম হিসেবে ২৭ ডিসেম্বর

কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা করবেন।

মাওলানা মিজানুর রহমান আজহারী ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা, মিসর ও মালয়েশিয়ায় পড়াশোনা করেছেন এবং ইসলামিক শিক্ষা বিষয়ে তার দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছেন। ২০১২ সালে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসির ও কুরআনিক সায়েন্সে অনার্স শেষ করেন এবং ২০১৬ সালে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION