বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কাউন্সিলর টিপু হত্যা: যেভাবে সুন্দরী নারী ঋতুকে নিয়ে কিলিং মিশনে অংশ নেয় হত্যাকারিরা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে খুলনার কেসিসি’র সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকান্ডে সরাসরি জড়িত নারীসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর হত্যাকান্ডের দায় স্বীকার করে আসামীরা পুলিশকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মো: রহমত উল্লাহ।

রহমত উল্লাহ জানান, ‘ প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত আসামীরা এলাকায় আধিপত্য, স্থানীয় দ্বন্ধ ও পূর্ব শত্রুতার জেরে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডে সুন্দরী নারী ঋতু (২৪) কে ব্যবহার করা হয়েছে। ঋতু খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুর থানার দেওয়ানা মোল্লাপাড়া ৪নং ওয়ার্ডের আক্কাস আলী সড়কের মো: সেলিম আকনের মেয়ে। অন্যান্য আসামীরা হলেন- ওই এলাকার পাবলা হাজীপাড়া সড়কের মো: জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৭), একই এলাকার মো: হায়দার সরদার অদুদের ছেলে গোলাম রসুল (২৫)।

এসময় একটি পিস্তল, ৪টি কার্তুজ, একটি ম্যাগজিন, একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ, কক্স কুইন রিসোর্ট এর অতিথি নিবন্ধন পত্র নং-১৮৮৯ উদ্ধার করা হয়।

কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ আরও জানান, ‘কক্সবাজার সদর মডেল থানার একটি পুলিশ দল ফোর্সসহ মৌলভীবাজার জেলার জুড়ি থানা এলাকার কাপনা পাহাড়ী চা বাগানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় খুলনা সিটি কপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা পুলিশকে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। আসামীরা পুলিশকে জানিয়েছেন,গত ৮ জানুয়ারি রাত ১১টার দিকে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু (৫৫), গ্রীন লাইন বাসে করে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসেন। পরের দিন অর্থাৎ ৯ জানুয়ারি রাত অনুমান সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের হোটেল সীগাল এর পশ্চিম পার্শ্বে ফুটপাতের উপরে আসামীরা মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশের একটি বিশেষ টিম ঘটনার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারের লক্ষ্যে কাজ শুরু করেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত দূর্বৃত্তরা খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে আসামীরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION