শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে নিশি রাতের প্রনয়ে বাধা দেওয়ায় যুবক খুন

শাহাব উদ্দিন, মহেশখালী:

দ্বীপ মহেশখালীতে একটি প্রেমঘটিত ঘটনার জেরে নুরুনবী (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত দেড় টার দিকে, ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর নামে এক তরুণ ও শফি আলমের এক কিশোরী মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রাতের আঁধারে দেখা করতে গেলে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। বিষয়টি মেয়ের চাচা ফরিদুল আলমের কাছে জানানো হলে, তিনি মেয়ের বাবার সঙ্গে আলোচনা করে বিষয়টি এক রকম সমাধান করেন। স্থানীয়রা তাদের ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে, এ ঘটনার সম্মানহানির ক্ষোভ থেকে শফি আলম ও তার ভাই নুরুল আলম সাগরের নেতৃত্বে সিপাহীপাড়া ও ছোট মহেশখালীর আদর্শ গ্রাম থেকে প্রায় ২০-৩০ জন লোক দেশিয় অস্ত্র নিয়ে ফরিদুল আলমের বাড়িতে হামলা চালায়। হামলায় নুরুনবীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরুনবীকে স্থানীয়রা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কালা বাশি, সাইফুল, ফরিদ, ইবরাহীম, মুকসুদ, নুর, ও তারেকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। উক্ত ঘটনায়  মহেশখালী থানা-পুলিশ সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে।

আটক কৃতরা হলেন, মোঃ বাদশা মিয়া ৪৫ পিতা মৃত নুর আলী, সাং লম্বা ঘোনা। নেজাম উদ্দীন ৩২ পিতা- নুর আলী সাং লম্বা ঘোনা শফিউল আলম ৩৫ মৃত-কবির আহমদ সাং মাইজপাড়া, মহিউদ্দিন ২৪ পিতা গোলাম কুদ্দুস,সাং- সিপাহিরপাড়া, মোহাম্মদ অন্তর মনি ১৮ পিতা আব্দুল কুদ্দুস সিপাহির পাড়া! সর্ব সাং ছোট মহেশখালী এলাকার এক জনপ্রতিনিধি জানান, এটি একটি দুঃখজনক ঘটনা। প্রেমঘটিত কারণে শুরু হওয়া বিরোধ এমন সহিংস রূপ নেবে, তা কেউ ভাবেনি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, ঘটনার খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা করা হয়েছে। এরি মধ্যে দুই তিনজন সরাসরি ঘটনার সাথে জড়িত থাকার প্রমান মিলেছে। তবে নিরপরাধ কাউকে গ্রেপতার করা হবেনা। সহিংসতায় জড়িত বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, দেশের পটার পরিবর্তনের পরে আইনশৃঙ্খলা যতেষ্ট অবনতি হয়েছে। এই জঘন্য ঘুনে ঘটনা থেকে বোঝা যায়, সমাজে তরুণদের মধ্যে ক্ষোভ থেকে কীভাবে সহিংসতা রূপ নিতে পারে। তারা আরো বলেন, এ ধরনের ঘটনা এড়াতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION