বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

খেলাধুলা ডেস্ক:
সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দলের আধিপত্য চলছেই। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তাণ্ডব চালিয়ে বাংলাদেশ নারী দলকে তারা ১০৬ রানের ব্যবধানে হারিয়েছে।

শুরুতে কিয়ানা জোসেফ ও ডিয়ান্ড্রা ডটিন ঝড়ে ৬ উইকেটে ২০১ রান করে স্বাগতিক দল। জবাবে বাংলাদেশ আবারও ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে থামে ৯৫ রানে। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা।

শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। কিন্তু বল হাতে সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি তারা। ওপেনার কিয়ানা জোসেফ শুরু থেকে চড়াও হয়েছেন। অধিনায়ক হেইলি ম্যাথুজকে নিয়ে ওপেনিংয়ে যোগ করেন ৫৩ রান। ম্যাথুজ ১৮ বলে ২৭ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর দ্রুত শেমাইন ক্যাম্পবেল (১১) ফিরলে ক্রিজে নামেন ডিয়ান্ড্রা ডটিন। নেমেই আগের ম্যাচের মতো তাণ্ডব শুরু করেন তিনি। তাতে তৃতীয় উইকেটে ২৭ বলে ৬৩ রান যোগ করে কিয়ানা-ডটিন জুটি। কিয়ানা ৩৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৩ রানে ফিরলে ভাঙে জুটি। ডটিন কিছুক্ষণ সামলে আউট হলে এক রানের জন্য হাফসেঞ্চুরি (৪৯) বঞ্চিত হয়েছেন। তার ২০ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। তার পর শাবিকা গাজনাবির ১২ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৬ উইকেটে ২০১ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে ৩৮ রানে তিনটি উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। ২৬ রানে দুটি শিকার করেছেন রাবেয়া খাতুন। একটি নিয়েছেন স্বর্ণা আক্তার।

বড় লক্ষ্যে খেলতে নেমে দ্রুতই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ২৪ রানে হারায় তিন উইকেট। নিয়মিত বিরতিতে আরও উইকেট পড়তে থাকায় কোনওভাবেই প্রতিরোধ গড়তে পারেনি। সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেছেন শারমিন আক্তার। ১৬ রান করেছেন স্বর্ণা আক্তার। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১০ রান। ১৩* রানে অপরাজিত ছিলেন লতা মণ্ডল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬ রানে দুটি উইকেট নেন হেইলি ম্যাথুজ। ১৫ রানে দুটি নিয়েছেন চেরি অ্যান ফ্রেজার। ২১ রানে অ্যাফি ফ্লেচারও দুটি উইকেট নিয়েছেন। ম্যাচসেরা কিয়ানা জোসেফ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION