বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তরেসের হ্যাটট্রিকে সেমিতে বার্সা

খেলাধুলা ডেস্ক:

১২ দিনের ব্যবধানে আবারও ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে। ম্যাচের প্রথম ৩০ মিনিটে হ্যাটট্রিক করেন ফেররান তোরেস। একটি করে গোল ফের্মিন লোপেজ ও লামিন ইয়ামালের। এর আগে গেল ২৬ জানুয়ারি লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল বার্সেলোনা।

ম্যাচের তৃতীয় মিনিটে গোলের খাতা খোলেন তোরেস। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বাল্দে পাস দেন বক্সে, ছুটে গিয়ে প্রথম স্পর্শে নিচু শটে বল জালে পাঠান তোরেস। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে উদযাপন করেননি ২৪ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। ১৭ মিনিটে ইয়ামালের শট গোলকিপারের পা ছুঁয়ে পোস্টে লেগে ফেরার পর বল জালে পাঠান তোরেস। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরের সাহায্যে গোল দেন। ২৩ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফের্মিন। ৩০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস। পেদ্রির ক্রস থেকে রাফিনহা পাস দেন বক্সের বাইরে। বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে হ্যাটট্রিক করেন তোরেস। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ৫২ মিনিটে ইয়ামালের শট পোস্টে লাগে। তবে ৫৯ মিনিটে জালের দেখা পান তিনি। ব্যবধান আরও বাড়তে পারত, ভ্যালেন্সিয়ার গোলকিপার বেশ কিছু সেভ দেন।

দলকে সেমিফাইনালে তুললেও তোরেসের কষ্ট হচ্ছে সাবেক ক্লাব ভ্যালেন্সিয়ার জন্য। ‘ভ্যালেন্সিয়াকে আমি শুভ কামনা জানাই। আশা করি, তারা মাথা তুলে দাঁড়াবে, কারণ এখনো তো আমি তাদের একজন ভক্ত। যে ক্লাব আমার জীবন, সেই ক্লাবকে এভাবে ভুগতে দেখাটা কষ্টের।’ বার্সার কোচ হান্সি ফ্লিক তোরেসের প্রশংসায় বলেন, তোরেসের পারফরম্যান্স ভালো ছিল। নাম্বার ৯ হিসেবে গোল করাই মুখ্য ব্যাপার। সে দারুণ খেলেছে। আমি বেশি খুশি সে তিন গোল করায়। এটা অসাধারণ ব্যাপার, মৌসুমটা তার জন্য খুব সহজ ছিল না। চোট থেকে ফিরে এসেছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION