বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে বদলির ২৪ ঘন্টা পার না হতেই এবং উখিয়া থানায় যোগদানের আগেই প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২মার্চ) রাত ৮টার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশক মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন।
কক্সবাজার পুলিশ সুপার ভারপ্রাপ্ত শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) বিষয়টি নিশ্চিত করেন প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়। পরে গতকাল রবিবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এই বদলী আদেশ বাতিল করে তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্তির আদেশ জারি করেন।
ভয়েস/জেইউ।