বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

নেইমারের ফ্রি কিকে সেমিফাইনাল নিশ্চিত সান্তোসের

খেলাধুলা ডেস্ক:
নিজেদের মাঠ ভিলা বেলমিরোতে কোনো বিপদেই পড়তে হয়নি সান্তোসকে। নেইমারের দুর্দান্ত ফ্রি কিক আর জোয়াও শ্মিটের গোলে ব্রাগানতিনোকে ২-০ ব্যবধানে হারিয়ে কাম্পেওনাতো পাওলিস্তায় সেমিফাইনালে পৌঁছে গেছে ‘পেইশে’। তবে এখনো নিশ্চিত হয়নি তাদের প্রতিপক্ষ।

ম্যাচের মাত্র ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রাগানতিনোর ডি-বক্সের পাশ থেকে ফাউল পেয়ে সরাসরি শট নেন নেইমার। বাঁ পায়ের দারুণ ফ্রি কিক রুখতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক, ১-০ গোলের লিড নেয় সান্তোস।

মেসিবিহীন মায়ামির দুর্দান্ত জয়মেসিবিহীন মায়ামির দুর্দান্ত জয়
প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। তবে কোনো দলই স্পষ্ট নিয়ন্ত্রণ নিতে পারেনি। সান্তোস সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি বিরতির আগে।

বিরতির ছয় মিনিট পরই প্রায় সমতায় ফিরছিল ব্রাগানতিনো। কর্নার থেকে পেদ্রো হেনরিকের হেড সরাসরি পোস্টে লাগে, ভাগ্য সঙ্গ না দেওয়ায় বেঁচে যায় সান্তোস।

তবে ৫৪তম মিনিটে দ্বিতীয়বার গোল উদযাপন করে স্বাগতিক সমর্থকরা। কর্নার কিক থেকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় সুযোগ পান জোয়াও শ্মিট। তার জোরালো শট বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সান্তোস।

৭৫তম মিনিটে মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন নেইমার, ফলে ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে তুলে নেওয়া হয়। বেঞ্চে বসেই বরফ দিয়ে চিকিৎসা নিতে দেখা যায় ব্রাজিলিয়ান তারকাকে। তবে প্রাথমিকভাবে গুরুতর কোনো চোটের শঙ্কা নেই।

সান্তোসের পরবর্তী প্রতিপক্ষ নির্ভর করছে সোমবারের সাও পাওলো ও নভোরিজন্তিনোর ম্যাচের ফলাফলের ওপর। সাও পাওলো জিতলে: সান্তোসের প্রতিপক্ষ হবে করিন্থিয়ান্স। সাও পাওলো পেনাল্টিতে জিতলে বা হেরে গেলে: সান্তোস খেলবে পালমেইরাসের বিপক্ষে। নভোরিজন্তিনো জিতলে: সান্তোসের প্রতিপক্ষ পালমেইরাস, তবে গোল ব্যবধানের হিসাবেও পরিবর্তন আসতে পারে।

‘ফেরারি থেকে রিকশা’ বলে রিজওয়ানকে কটাক্ষ আমিরের‘ফেরারি থেকে রিকশা’ বলে রিজওয়ানকে কটাক্ষ আমিরের
এদিকে, নেইমার অবশ্য প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নন। সাংবাদিকদের মজা করে বলেছেন, ‘আমরা কাউকে মুখোমুখি হতে চাই না, তবে ওরাও তো আমাকে নিয়ে ভয় পায়!’

সেট পিস থেকে এক গোল এবং কর্নার কিক থেকে অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘সেট পিস ম্যাচ জেতায়, আমরা সেটা অনুশীলন করি প্রতিদিন। এই জয় তারই ফল।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION