বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্রসৈকতে আমেরিকার সেনা ও বিমানবাহিনীর সদস্যদের দেখা মিলেছে। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘুর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি প্রশিক্ষণে তারা কক্সবাজার সমুদ্রসৈকতে এসেছে। বুধবার সকালে ৪দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি দিনে কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সূত্রমতে, বাংলাদেশস্থ আমেরিকার দূতাবাসের সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী কয়েকজন সদস্য বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষন দেয়। এতে বন্যা ও ঘুর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যাক্তিদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া থেকে উদ্ধার সহ নানান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে, প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা।
ভয়েস/আআ