বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে ৭ দিন পর ট্রলার চলাচল শুরু

সেন্টমার্টিন দ্বীপ, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

বৈরী আবহাওয়ার কারণে সাতদিন পর সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে। রোববার (১ জুন) সকাল থেকে এ রুটে ট্রলার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে ২৫ মে গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসন সেন্টমার্টিন- টেকনাফ রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকদিনে সাগরে গভীর নিম্নচাপে দুর্ঘটনা এড়াতে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। সে নির্দেশনা অনুযায়ী নৌযান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি ভালো দেখা দিলে রোববার থেকে সার্ভিস ট্রলার চলাচলের অনুমতি দেওয়া হয়।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মিজানুর রহমান বলেন, আমাদের গ্রামে গভীর নিম্নচাপের প্রভাবে সাগরের পানি ঢুকেছিল।এখন কমে গেছে। তখন ঠিকমতো চিকিৎসা সেবা পাওয়া যায়নি। তবে কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়া যেতো।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের অধিকাংশ মানুষের এখন আয় রোজগার নেই। অনেক যুবক বেকার। তার মাঝে বৈরী আবহাওয়া হলে সেন্টমার্টিনের সঙ্গে টেকনাফে আসা-যাওয়া বন্ধ হলে আরও খাদ্য সংকট তৈরি হয়।

টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ বলেন, আজ ছয়টি সার্ভিস ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছেন। নিত্যপণ্যের মালামাল নিয়ে দুটি ট্রলার দ্বীপে রওনা হয়।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, সেন্টমার্টিন দ্বীপে খাদ্য সংকট মোকাবিলায় চালসহ নিত্যপণ্য খাদ্য পাঠানো হয়েছে। অবস্থা বুঝে আরও সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION