বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে ২ কোটি টাকার চেক জালিয়াতির মামলা কাল থেকে অনলাইনে জামিননামা গ্রহণ শুরু: আইন উপদেষ্টা বিশেষ অভিযানে ঈদগাঁওতে দেশীয় অস্ত্রসহ সিএনজি চালক গ্রেফতার এনসিপি ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক না নিলে সিদ্ধান্ত নেবে ইসি তের বছর পর খোঁজ মিলল সেই উত্তম বড়ুয়ার! হামাস সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে মহেশখালীতে লবণের ন্যায্য মুল্য ও চোরাইপথে লবণ আমদানি বন্ধের দাবীতে লবণ চাষী সমাবেশ “রামুতে হত্যাচেষ্টা মামলার আসামীর সঙ্গে পুলিশের গভীর সখ্যতা” টেকনাফে বিদেশে পাঠানোর প্রলোভনে অপহরণ, র‌্যাবের হাতে গ্রেফতার ৩ 

মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়

স্পোর্টস ডেস্ক:

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। শনিবার তারা ফের মাঠে নামলো। মেজর লিগ সকারে ফেরার ম্যাচে লিওনেল মেসির নৈপুণ্যে সিএফ মন্ট্রিলের বিপক্ষে মায়ামি ৪-১ গোলে জিতেছে। আর্জেন্টিনার ফরোয়ার্ড দুটি গোল করেছেন, একটি করিয়েছেন।

এক মাসেরও বেশি সময় পর এমএলএসে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। তার দল শুরুতেই পিছিয়ে পড়ে। দ্বিতীয় মিনিটে প্রিন্স ওয়ুসু মন্ট্রিলকে এগিয়ে দেন। সতীর্থের পাস ধরতে পারেননি মেসি। অরক্ষিত ওয়ুসু বক্সের মাথায় বল পেয়ে গোলকিপার ওস্কার উস্তারির পায়ের ফাঁক দিয়ে জালে বল জড়ান।

মায়ামির প্রথম গোল প্রচেষ্টার দেখা পেতে আরও ১০ মিনিট সময় লেগেছে। কিন্তু বল পরাস্ত করতে পারেনি মন্ট্রিলের জোনাথন সিরোইসকে। ১৩তম মিনিটে তা ফিরিয়ে দিয়ে কর্নারে পরিণত করেন কিপার। দুই মিনিট পর জর্দি আলবার শট আঙুলের ছোঁয়ায় মাঠের বাইরে পাঠান।

২০ মিনিটে সিরোইস সিরোইস লাইন ছেড়ে বেরিয়ে এসে তাদেও আলেন্দেকে রুখে দেন। ২৭ মিনিটে তেলাসকো সেগোভিয়ার সুযোগ নস্যাৎ করে দেন সিরোইস।

৩৩ মিনিটে মায়ামি গোলমুখ খোলে। বক্সের ডানদিকে মেসির বাড়ানো বল পেয়ে আলেন্দে ১-১ এ সমতা ফেরান।

৪০ মিনিটে মেসি ডান দিক দিয়ে কাট করে বক্সের মাঝে গিয়ে নিচু শটে গোলপোস্টের কোনা দিয়ে মায়ামিকে লিড এনে দেন।

৬০ মিনিটে সেগোভিয়া বক্সের বাইরে থেকে শট নেন। বল ক্রসবারের নিচে লেগে লক্ষ্যভেদ করে।

দুই মিনিট পর মেসি নিজের দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের ভেতরে ঢুকেছিলেন। বলের দখল হারালেও তা রাখতে পারেননি মন্ট্রিলের ডিফেন্ডার। বল পায়ে নিয়ে উঁচু শটে জাল কাঁপান মেসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION